সম্পাদকের কলমে কিছু কথা — সম্পাদক গীতশ্রী সিনহা

সম্পাদকীয়

অনেক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগীয় পথ চলা। সাবলীল সুন্দর সফলতা নিয়ে আমাদের এই এগিয়ে চলা। সফলতার অনেক ধাপ আছে… লাফ দিয়ে সফলতার দরজা ছোঁয়া যায় না, সেইজন্যই এ-তো ভাবনা চিন্তা। আমার প্রিয় কবি বন্ধুরা একাগ্রভাবে পাশে আছো, মনে করিয়ে দাও বিনোদন বিভাগ আমাদের সকলের। কতো বড় প্রাপ্তি আমাদের। অনেক সময় হয়েছে বানান ভুল বা নিজের নাম লিখতে ভুলে গেছো কখনোবা প্রসঙ্গ বদলের ব্যাপার আছে … হাসি মুখে আরও কাছটিতে চলে এসেছো কখন ! তোমরা সবাই সাহিত্যের নক্ষত্রদল, পুরষ্কারজয়ী সাহিত্যের অঙ্গনে, ফেসবুকেই দেখতে পাই সব সময়ের জন্য। তাও আমি পাশে পেয়ে এসেছি এতোদিন ধরে। চাইতে হয় না কখনোই, ছুঁয়ে আছো যেন একান্তভাবে।
২১ এ পা দিলাম আমরা… এসো আরও কিছুটা সুখানুভূতি সমবেত ভাবে ভাগ করে নিতে নিতে সাহিত্য কে উচ্চ আসনে অধিষ্ঠিত করি।

সাহিত্য এবং ইতিহাস একেঅপরকে সমৃদ্ধ করে, আমরা দেখে এসেছি। আগে হয়তোবা বলেছিলাম সাহিত্য কাকে বলে। ‘ সহিত ‘ শব্দ থেকে সাহিত্য কথাটির সৃষ্টি। জগত এবং জীবনের প্রতিচ্ছবি। বাংলা সাহিত্য কাকে বলে… পল্লী সাহিত্য কাকে বলে… কথা সাহিত্য কাকে বলে… পুরাতনী সাহিত্য কাকে বলে… এই ধরনের অনেক গবেষণামূলক বিশ্লেষক লেখা আমরা পাবো ইতিহাসের দুয়ারে।
ইতিহাস শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘ History ‘, যা গ্রিক শব্দ ‘ Historia ‘থেকে এসেছে। অতীত ঘটনা বিশেষত মানবিক বিষয় নিয়ে অধ্যয়ন কে ইতিহাস বলে।
এসো, আগামী সংখ্যা থেকে গবেষণা ভিত্তিক লেখায় চলে যাই, ইতিহাস আর সাহিত্য নিংড়ে তুলে ধরি হারিয়ে যাওয়া ঘটনা, বিশেষত যেসব পাতাগুলো মুছে গেছে আমাদের দৈনন্দিন স্মৃতি পথ থেকে।
ব্যক্তিগত ব্যস্ততার জন্য আগামীকাল মানে বৃহস্পতিবার আসতে পারিনি তোমাদের কাছে। আশংকা করছি আগামী সংখ্যাও হয়তো-বা শুক্রবার হবে। এখানে দিনাজপুর ডেইলি আমাকে সাহায্য করছে।
শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা নিয়ে এগিয়ে চলি ২১ এর বাতাবরণে। আশাবাদী আমরা।
আজ এই পর্যন্ত, আগামীতে ফিরে আসছি নতুন সম্ভার নিয়ে।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *