“” “” পৌষ “” “” “” তুলি মুখার্জি চক্রবর্তী “”
“” “” পৌষ “” “”
“” তুলি মুখার্জি চক্রবর্তী “”
আলতো ছোঁয়া সরিয়ে পৌষ এনেছে শীতলতা
দিকভ্রান্ত, মলয়ানিলে, মেঘের বাতুলতা
আমেজে মেজাজ অলসতায় ঝিমিয়ে পড়ার তালে
তিমির নাশক স্বমহিমায় পূব গগনের ভালে
দিবসের কাঁধে, ভর করে হেঁটে সেও বুঝি কিছু ক্লান্ত
সব কাজ সেরে, ধীর পায়ে ফেরে, তেজ তার হয় ম্লান তো
নীলনভঘনে আঁধার মলিন, পূর্ণ চাঁদের হাসিতে
লক্ষ তারারা অর্ঘ্য সাজিয়ে আসে বুঝি ভালোবাসিতে!
সবার অলক্ষে রাত্রিজল ঝরেছে পড়ে টুপটাপ
মানুষের ভীড়ে একলা দাঁড়িয়ে রুদ্রপলাশ চুপচাপ