#দহন বেলার পরে বড় অবেলায় এলে #শিবানী_বিশ্বাস

#দহন বেলার পরে বড় অবেলায় এলে
#শিবানী_বিশ্বাস

সকালের রোদ কুয়াশা মেখে
গৃহবন্দী মন আজ ছুটছিল সময়ের দ্রুততায় ।
বদ্ধ জানালায় সরে সরে যাচ্ছিল –
মেঠো পথ ,মাঠে ফসলকাটার রিক্ততা .
সবজি ক্ষেতের সবুজ ঘ্রাণ –
নেশার কাজল আঁকছিল দু’চোখের পাতায় ।
পাশে চলা ঝিলের জলে অন্তর অবগাহন ,
উপছে পড়ে চোখের কোলে ঝিলের আদর !

কাটা কাটা সূর্যালোকে দুপুর মেখে
মেঠো পথ , খোলা মাঠ , তুমিময় !
নিজেকে আড়াল করার প্রয়াসে –
মাঝবয়সী প্রগলভতা ঝিম ধরাচ্ছিল শীত দুপুরের ।
ঝাপসা দৃষ্টি মেখে-
ফেলে এলাম আমার স্মৃতি ,
নিঃস্ব করে , লোকচক্ষুকে আড়াল করে !

বিপরীত টানাপোড়েনে দূরত্ব এক পৃথিবী –
শরীর ভেদ করে হু হু করে ঠান্ডা হাওয়া বলে দিল,
কাঁচের শার্সির ওপারে তোমার অস্তিত্ব !
অথচ চেনা , বহু চেনা , কতকালের চেনা তুমি –
ভোরবেলার স্বপ্নের মতো ছুঁয়ে আছ ,
আগেও যেমন ছিলে রোদ , বৃষ্টি , হিম মেখে
আবেশ ছড়িয়ে ।

আসার সময় দেখে এসেছি –
অকাল কদম ফুটেছে তোমার গাছে ।
হয়তো দেখাটুকুকে সাক্ষী রেখে ,
আমি নিয়ে এলাম মনের মাঝে –
“সারাগায়ে কাঁটা দেওয়া বৃষ্টির কদম “!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *