এলাটিং বেলাটিং সই লো ঝুমা মজুমদার চৌধুরী

এলাটিং বেলাটিং সই লো

ঝুমা মজুমদার চৌধুরী

সে সব দিনে কলিং বেলে ঝড় তোলেনি কেউ l জাতিস্মরের স্মৃতির ঝাঁপি প্লাবন নামায় ঢেউ l আলো ছায়ায় জাফরী লতায় বিষাদ কুঁড়ি ফুল ঝরায়, ফুল ফোটায়….

শ্যাওলা ধূলোয় সোনা চাঁদি, পানের ডাবর জর্দার ভুরিভুরি, হাত- পা ভাঙা পুতুল আহা সেদিনের আহ্লাদী !

মেহগনী কোণে বিম্বিত মায়ের সিঁথি আঁকা চিরুনি, চাঁদ বাড়ি হাসি খুনসুটি.. ময়ূরকন্ঠী প্রথম শাড়ী ! আমাকেই ভেঙাস কেন আরশি হতচ্ছাড়ী !

ছাতারে, চড়াই, মেনি, টুকি.. বাদ নেই কেউ! অবারিত দ্বার, গোয়ালে বিচুলী চিবোয় গর্ভিনী শ্যামলী…. নিম ফুলে উঠোন ঢাকা আনাচ কানাচ খিড়কীর দোর মেয়েবেলা মাখা….

শিউলি ফুলে ছুঁয়ে থাকে তারাদের আশ্বাস, নিশুতরাতে গুমরায় ঝিরঝিরে মর্মর নিঃশ্বাস…. সেদিনের ভরা ভেসে চলা তরী বেদনা আলোয় আজ বিষাদ বাড়ি !

তবু যেন মনে হয়, কে যেন ডেকে যায় চিলেকোঠা শূন্যতায়… এলাটিং বেলাটিং সই লো… এলাটিং বেলাটিং সই লো…. এলাটিং বেলাটিং সই লো….

যদি হও সেদিনের বালিকা, এসো খেলি গোল্লাছুট ! সেখানেই হীরেমোতি চন্দন ইশারা…. ফিরে ফিরে পিছু ফিরে… ছায়া প্রেমে ডুবে আছে সেদিনের কিশোরী রা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *