কথোপকথন–৩ ~~~~~ ©পিউলি মিত্র

কথোপকথন–৩
~~~~~

©পিউলি মিত্র

—হেম…
—….
—-হেএএএএএম..
—-…….
—কই রে…সকালে এত বকলি,আর এখন সাড়া নেই! কি দোষ ছিল আমার বল,,, ঐ একটু না হয় সিগারেট…
—–একটু???….কতদিন না তোকে বারণ করেছি, ঐসব ছাইপাঁশ মুখে দিবি না….কে কার কথা শুনছে.. !
—যাক… এসেছিস তো। ঠিক আছে যত খুশি বকিস, কিন্তু আমার কাছেই থাকিস।
—আমি তো থাকিই..তুই হারিয়ে যাস মাঝেমধ্যেই।
—জানি তুই থাকিস…থাকবিও…আমি যত দোষই করি তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। তাই তো ফিরে আসি বারবার। তোর সাথে ইচ্ছে করে ঝগড়া করি,তোকে কাঁদাই,নিজেকে কষ্ট দিই..তোকে ভোলবার বৃথা চেষ্টা করি…..আবার থাকতে না পেরে ফিরে আসি তোর আঁচলের ঐ গন্ধটা নিতে।
—পারিস না তো কেন মিছে এমন চেষ্টা করে দুজনকেই কষ্ট দিস। নিজে তো পাসই…আমাকেও মেরে ফেলিস।
—হেম.. হেম.. হেম…..তুই শুধু আমার…তুই শুধু “সূর্যের হেম”।
–এভাবেই ডেকে যাস। সারাজীবন, প্রতিটি মুহূর্তে..
—কতদিন জানিনা,,,,তবে যতদিন বাঁচবো…ভালবাসবো।
—তাহলে কথা দে,আর কোনোদিন সিগারেট ঠোঁটে ছোঁয়াবি না। ওতে তোর ক্ষতি হয় যে….
–বেশ…. কথা দিলাম। যতদিন তুই আমাকে ছুঁয়ে থাকবি, আর ওসব ছোঁবো না।
.. শোন না… খিদে পেয়েছে…কদিন ঠিকমত খাইনি…
—-বল না কি খাবি…এখনই দিচ্ছি..
—সত্যি দিবি তো?
—তোর খিদে পেয়েছে আর আমি দেবো না..তাই হয় সূর্য…বল কি খাবি….
—-চুমু…..
—ইস্…..তুই না! কি… যা তা
—-বলেছিস কিন্তু…কথা দিলে রাখতে হয়….তুই-ই বলিস।
—আমি রেঁধে খাওয়াবো বলেছি…
—হ্যাঁ তো…..এখন দে দেখি রেঁধে বেড়ে একখানা চুমু…..মোটে একটাই চেয়েছি কিন্তু….
—-সুর্য…..
—-হেম…
—-ভালোবাসি…..
—-ভীষণ রকম…..তাই তো বেঁচে আছি…..
—-…………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *