কবিতা :: সম্পদ আহরণ কলমে:: শুভশ্রী রুদ্র

কবিতা :: সম্পদ আহরণ

কলমে:: শুভশ্রী রুদ্র

আমাদের এই সবুজ ধরা,
নষ্ট করছে যারা ।
তাদের কখনও ভালো কী হবে,
বলতে পারো তোমরা?
প্রকৃতি মাতাকে ধ্বংস করে,
সম্ভব নয় বাঁচা ।
জল-ভান্ডার শূন্য হলে,
সেই কী মোদের সাজা?
প্রকৃতির থেকে সারাদিন
করি সম্পদ আহরণ ।
জলই জীবন জলটাই শেষ,
কীভাবে বাঁচবে জীবন?
ভুবন বাঁচাতে হলে এখন
বৃক্ষ রোপণ করো ।
বাঁচতে হলে তোমরা সবাই
প্রকৃতি লালন করো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *