বন জ‍্যোৎস্নায়… অভিনন্দন মাইতি।

বন জ‍্যোৎস্নায়…

অভিনন্দন মাইতি।
————————-✍
শারদ মেঘের পানসি ভেলায় অনুরণিত কলকল জলধ্বণির নীল জ‍্যোৎস্নায়
তোমার কারুকৃৎ মুখচ্ছবি দেখে
আমি ঘুমাই নি একশত আট বছর।

আনন্দে কেঁদেছি,
অকারনে ছিঁড়েছি জুঁই-বেলি-চামেলী-রক্ত করবী।

ঈষাণ-নৈঋৎ কোণ
ইউক্লিডিয় জ‍্যামিতিক কোণ
সমস্ত কৌণিক বিন্দুতে তোমার জলছবি।

শরতের টৈ টৈ কাশবনে ময়ূরকন্ঠী আঁচলের চাঁদমালা!
সে কি তোমার নয়?

আমি বিতস্তা-ইরাবতী-ঝিলমের গহীন নাভিকূপে ডুবুরি ডুব।
সেখানে দেখি–
কোজাগরী জোছনা তোমার মোম মোম শরীরে
ছৌ নৃত‍্য!
ডি-ভি-সি র বাধভাঙা জলের মতো উপচানো জৈবন!

ত্রিলোকের ইড়া-সুষুম্না-পিঙ্গলায়
ভরা কোটালের মতো বইছে
ঝলমল চুমকি শ্রীমুখ,
সে কি তোমার নয়?

শারদ মেঘের পানসি ভেলায় অনুরণিত কলকল জলধ্বণির নীল জ‍্যোৎস্নায়
তোমার কারুকৃৎ মুখচ্ছবি দেখে
আমি ঘুমাই নি একশত আট বছর।

আনন্দে কেঁদেছি,
অকারনে ছিঁড়েছি জুঁই-বেলি-চামেলী-রক্ত করবী।

পদ্ম পদ্ম আঁখিপল্লবে মায়াঞ্জন,
থৈ থৈ বন জ‍্যোৎস্নায়
চাক চাক অশ্রু মেঘ…
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *