স্বপ্ন-সাম্পান ( ১ ) ——– ঋদ্ধি ঘোষ

স্বপ্ন-সাম্পান ( ১ )
——————————–
—// ঋদ্ধি ঘোষ

এই তো সেদিন, ভোরের স্বপ্নে চলে গেছিলাম কবির বাড়ি । জানি তোমাদের মনে আছে সেই বাড়ির কথা ।
সেই যে কবি লিখেছিলেন না,

“চাঁদের গা ছুঁয়ে বাড়ি
রহস্য উপন্যাসের মতো ঘোড়ানো প্যাঁচানো সিঁড়ি
বাঁকে বাঁকে সোনালী ফ্রেমে বাঁধানো স্বপ্নদৃশ্য…”

ভোরের হাওয়া এমনিতেই বড় মধুর । লাজুক কনে বৌ ঘরে এলে যেমন বাড়িটাই আনন্দসুর হ’য়ে যায়। তেমনি, প্রকৃতির বুকে ভোর হল সেই কনে বৌ । সে এলেই, মধুর হ’য়ে যায় সব…!

তবে সেদিন তো ছিল ঝড়ের পূর্বাভাস…ধীর পায়ে কবির বাড়ির উঠোন পেরিয়ে দরজায় এসেই খানিক ইতস্তত হলাম । তারপর আলতো হাত দিতেই, খুলে গেলো দরজা ।থমকে তাকিয়ে রইলাম…দেখলাম, কবি ঘাড় গুঁজে লিখেই চলেছেন…। কিন্তু, হঠাৎই জেদী ঘোড়ার মতো দাপটে ছুটে এলো ঝড়…! দরজা যেহেতু খোলা , তাই এলোমেলো দুরন্ত হাওয়ায় উড়ে এলো কয়েকটা পাতা…। ঝড়কে তোয়াক্কা না করেই,উঠোনের ফুল বাগানেই পড়ে ফেললাম– এক নিঃশ্বাসে উড়ে আসা পাতার সে লেখা…।

— ভালো আছেন ?

— নাম বললে হয়তো চিনতে পারবেন না, তবুও অজানা পরিচয়ে বিশ্বাসী নই

— আমি ধীমান বলছিলাম

— একটু কথা বলার ছিলো

— কখনও সময় পেলে, অন্তত একবার হলেও ফোন করবেন আমাকে… এই অনুরোধটুকু রাখলাম

— একবার ফোনটা ধরতে পারতেন, একটু কথা ছিলো

— জানি অভিমানটা স্বাভাবিক, তবুও…

— একটিবার যদি ফোনটা ধরতেন, সত্যিই কথা ছিলো

— আপনার সাথে যোগাযোগ করাটা সত্যিই সম্ভব হচ্ছে না…হয়তো নেটওয়ার্কের জন্য, তবে আমার ঐ আবেদন বা রিকোয়েস্ট-এর সামান্য উত্তরটা শুনতে চাই…অন্তত এইটুকু জানাবেন…আমি সত্যিই চাইনা আপনার মূল্যবান সময়ের ক্ষতি করতে…আপনার কোনও বাদ দেওয়া সময়টাই না হয় আমার জন্য থাকল…এইটুকুই আবেদন…

— আমি জানি না সঠিক কিনা…তবে আপনার ওখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে…

— ব্যস্ত ?

— তখন ফোনটা হঠাৎ করেই কেটে গেল

— এখনও কী আপনি ব্যস্ত ?

** ক্রমশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *