অশনি সংকেত ——- তনুজা চক্রবর্তী

অশনি সংকেত

তনুজা চক্রবর্তী

কিছু একটা করতে হবে,
কিন্তু কি করে আটকাব ?
আহ্লাদে আটখানা জীবনগুলোকে!
কি করে বোঝাব এ সময় উৎসবের নয়
এ এক অশনি সংকেত,
উৎসবের ভিড়ে মৃত্যুর হাতছানি।
জেনেবুঝেই কুর্শিটা নিজেকে বাঁচাতে ,
উড়িয়ে দিল লোভের ফানুস!
নিজেকে রাখতে প্রচারের আলোয়—
মেহেরআলি আজ মরতে বলছে,
সবাই প্রস্তুত হও,
উৎসব শেষে বৃষ্টি নামবে।
পথ-ঘাটে সামনে পেছনে শুধুই লাশ,
প্রিয় মানুষের লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *