শুনে এলাম / বকুল বৈরাগী
🌹✍️❤️ শুনে এলাম / বকুল বৈরাগী ❤️✍️🌹
শুনে এলাম কেষ্টা নাকি, কালকে মধ্যরাতে
চ্যাট করেছে সারাটা রাত, দশভুজার সাথে,
প্রশ্ন করি? ওরে কেষ্টা, বললো টা কি উমা?
বাপের বাড়ি আসছে লেটে তাই চাইলো ক্ষমা।
কৈলাসে কি কেলেঙ্কারি, কোভিভ গেছে ছেয়ে
সত্যি এখন আসবে কেমন, চারটি ছেলে মেয়ে।
মর্তে এবার ধরছে পুলিশ, চরস গাঁজা খেলে
আসতে হবে এবার না হয়, মহাদেব কে ফেলে।
হোয়াটসঅ্যাপের চ্যাটিংগুলো করেছে কে গায়েব
টেনশানে তাই কয়েকটা দিন এখন মহাদেব।
সরস্বতী অনলাইনে পড়ছে না তো আর
নেট চলেনা ফোরজি ও নেই মুখখানা তাই ভার।
লক্ষ্মীর সেই পক্ষীটা আজ পায়নি দু দিন খেতে
সিংহ এখন ধুঁকছে শুধুই চায়না বাহন হতে।
ভাবছো বুঝি, স্বপ্ন এসব, রাত থেকে হয় ভোর,
বুঝলে নাতো, নেশাটা কাল, একটু ছিল জোর।