নতুন কিছু করো —– তনুজা চক্রবর্তী

Businessman drawing new world on screen
নতুন কিছু করো
তনুজা চক্রবর্তী
আরে,
নতুন কিছু করো !
নিজের মা’কে এবার তোমরা —
যে যোনি দেখাল পৃথিবীর আলো
সেখানে এসো ঘুরে,
বলব তবে পুরুষাঙ্গ করল নতুন কিছু,
বাপের পরে ব্যাটাও তোমার
সরবে নেবে পিছু।
গর্ব করে বলব হেঁকে
এটাই আমার দেশ—–
ক্ষমতা নিজের মায়ের সঙ্গে
সহবাসে আজ, বেশ !
বাপেরা আগেই সে ইস্কুলে
করেছে যাতায়াত।
মায়ের রক্তে জমবে নেশা
আলাদাই মৌতাত—-
বিচারের বাণী রোজই কাঁদে
কুমিরের চোখে জল,
ভোগের আবার আইন আছে,
কে কবে শুনেছে বল?