দুর্গা রূপে বদলা নে🌺 উমাপতি গোস্বামী।।

দুর্গা রূপে বদলা নে🌺
উমাপতি গোস্বামী।।

নারী তুই এমন কেন
দুর্গা দেখে শিখিস না;
আর কতদিন মরবি এমন
অসুর কেন মারিস না?

আলো-আঁধারে চলতে হবে
একা-একা এই জীবন;
থাকবে না তোর কেও পাশেতে
আগামীতেও ঠিক এমন!

কপাল ঠুকে আর কতদিন
এমনভাবে কাঁদবি,
অসহায়ের প্রতীক হয়ে
আর কতদিন বাঁচবি?

ত্রিশূল হাতে তুলে নিয়ে
অসুর বুকে বসিয়ে দে,
কামুক মাখা দু’চোখ তুলে
প্রতিশোধের বদলা নে।

অস্ত্র হাতে চললে পরে
করবে ওরা ভয়;
নাই বা থাকুক রাষ্ট্র পাশে
একলা পাবি জয়__
তুই—-একলা পাবি জয়||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *