হঠাৎ_যদি! —– প্রণতি_ঘোষ
হঠাৎ_যদি!
প্রণতি_ঘোষ
———-
হঠাৎ চমকে যদি দেখি ফেলে আসা কিশোরীবেলার রাঙা নদী!
তখন কী থমকাবো সূর্যডোবা পশ্চিমী মাঠে!
একবার কী বলবো একটি বিষণ্ণ মানুষের কথা…..!
নদীর দুধারের নুড়ি পাথর যার কুড়ানো হল না আজীবন!
ভেজা পলল মাটিতে অগুনতি পায়ের অপারগ চিহ্ন মুছেছে কবেই অভিমানে!
রিক্ততার এক বিরান পথের অন্তর্দহ অসীম উত্তাল।
বিকেলের আলোয় অমসৃণ জিজ্ঞাসায় নদী নির্বিকার,
পৃথিবীর মিশেল আলোয় শুধু মিশে যাওয়া…
এ কোথায় উপস্থিতি নদীস্রোতে নিজের ইচ্ছেয়? কত দূর? কোথায় সে যাবে?
থেকে যাওয়া অতীত ভোরের হৃদয় আলো..! এখন যে শুধুই প্রলাপ।
সন্ধ্যাতারাটা তো একবারও বলছে না তাকে! যেও না তুমি কোথাও!
তুমি শুধু থাকো। আকাশ উপমার আলিঙ্গন আর ভালোবাসা এখনও যে কিছুটা অবশিষ্ট নিয়ন আলোয়..!
———————//——————