মহালয়া — অঙ্কুর রায় —

মহালয়া
—————
— অঙ্কুর রায় —

বাজবে কি আজ আলোর বেণু
বিষণ্ণ এই শারদ প্রাতে ?
উমার আসার আগমনী
বাজছে বিধুর একতারাতে ।

বইবে জানি বাউল হাওয়া
নদীতীরের কাশের বনে ,
ভাসবে যখন মেঘের ভেলা ,
লাগবে না তার দোলা মনে ।

শিশির এবং শিউলি ফুলে
পথ নিশ্চয় রাখবে ঢেকে ,
বৎসরান্তে আসছে উমা
তার সাজইতো দিকে দিকে ।

মহামারীর ত্রস্ত দিনে
মরেই আছি কোনক্রমে
অর্ধাহারে অনাহারে ।
বাঁচতে কি চাই কোন ভ্রমে ?

পিতৃপুরুষ স্মরণ করে
শোন রে উমা বলছি তোকে —
শান্তি একটু ছিটিয়ে দিবি
প্রজ্জ্বলন্ত চিতার বুকে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *