করোনা সাহায্যে এগিয়ে এলো বালুরঘাট ব্লকের ভি আর পিরা

বালুরঘাট, ২রা এপ্রিলঃ দিনে মাত্র ১৫০ টাকা উপার্জন করেন গ্রামীন সম্পদ কর্মীরা, সেই থেকে জমানো একদিনের পারিশ্রমিক করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। গ্রামীন সম্পদ কর্মীরা বৃহস্পতিবার বালুরঘাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুজ শিকদার ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর আচার্য মাধ্যমে 22100 টাকার চেক তুলে দেন তারা। তাদের দাবি রাজ্য সরকার যেভাবে করোণা মোকাবেলায় কাজ করে চলেছে তাতে সকল রাজ্যবাসীকে এই মুহূর্তে দরকার সরকারের পাশে দাঁড়ানোর। তাই বালুরঘাট ব্লকের গ্রামীন সম্পদ কর্মীরা একত্রিত হয়ে তাদের একদিনের বেতন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক সিকদার। তিনি বলেন বালুরঘাট ব্লকের এইসব গ্রামীন সম্পদ কর্মীরা একটা নজির সৃষ্টি করলো। রাজ্যে তাদের উপার্জন প্রতি মাসে অত্যন্ত সামান্য প্রতিদিন মাত্র তারা 150 টাকা পারিশ্রমিক পান। তা থেকে একদিনের বেতন এইভাবে দেশের কাজে নিয়োজিত করা মতো মহৎ কাজ সত্যিই নজিরবিহীন ঘটনা। এই ঘটনায় আরো সরকারি কর্মচারীরা উৎসাহিত হয়ে অবশ্যই রাজ্য সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, বলে মনে করেন বালুরঘাটে সমষ্টি উন্নয়ন আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *