বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরের রাস্তা গুলি স্যানিটাইজেশন
বালুরঘাট ২৯ মার্চঃ আজ বিকেল থেকে বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান রাস্তা গুলি স্যানিটাইজেশন করা শুরু হলো। করোনা প্রকোপ থেকে বাচঁতে ইতিমধ্যে সারা রাত্রি প্রধান প্রধান শহরগুলিতে রাস্তায় জীবাণু নাশ করার প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন পুরসভার পাশাপাশি সেই পথেই হাঁটল বালুরঘাট পৌরসভা এদিন বালুরঘাট পুরসভা। পৌরসভার প্রধান রাস্তা গুলিকে জীবানু নাশ করার প্রক্রিয়া শুরু করল পৌর কর্তৃপক্ষ। রাস্তায় রাস্তায় ক্লোরিনযুক্ত গাডির মাধ্যমে দিয়ে স্প্রে কাজ করছে বালুরঘাট পৌরসভার সাফাই কর্মীরা। পৌরসভার এলাকাগুলোর যাতে করোনার হাত থেকে মুক্ত করা যায় সেই কারণেই এ ধরনের উদ্যোগ বালুরঘাট পৌরসভার বলে জানান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অতনু মন্ডল।