রাস্তা তৈরির আশ্বাস পেয়ে তৃণমুলে যোগ দিল আস্ত গ্রাম, চকমাধব গ্রামের বাসিন্দাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, নভেম্বর–––  উন্নয়নের আশ্বাসে আস্ত গ্রাম যোগ দিল তৃণমূল কংগ্রেসে । শনিবার কামারপাড়ায় প্রকাশ্য জনসভা করে বাসিন্দাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ । উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার, টাউন সভাপতি সুভাষ চাকী, কল্পনা কিস্কু প্রমুখ । বালুরঘাটে অমৃতখন্ড পঞ্চায়েতের চক মাধব সংসদের ৭০০ ভোটার রয়েছে । দীর্ঘ দিন ধরে এলাকার ৩০০ পরিবার তাঁদের যাতায়াতের রাস্তা তৈরির দাবীতে আন্দোলন করেও কোন ফল পাননি । রাস্তার দাবীতে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট পর্যন্ত বয়কট করেন বাসিন্দারা । যার পরেই শাসক দলের কাছে আশ্বাস পেয়ে তৃণমূলে যোগদান করেন তাঁরা ।

দীর্ঘদিন ধরেই চকমাধব গ্রাম আরএসপির খাস তালুক বলে পরিচিত । পঞ্চায়েত থেকে লোকসভা একাধিক নির্বাচনে ওই গ্রামে বাম দলের পাল্লাই ভাড়ি ছিল বলে খবর । তবে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কিছু বাসিন্দা বিজেপি ও তৃণমূলের পক্ষ নিয়েছিলেন । এমন পরিস্থিতিতে গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা তৈরির দাবীতে একাধিক দপ্তরে দরবার করেও কোন ফল না পেয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন বাসিন্দারা । পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা ভোট পর্যন্ত বয়কট করেন গ্রামের প্রতিটি বাসিন্দা । এবারে লোকসভা নির্বাচনে গ্রামে গিয়ে বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন বিজেপির বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার । তাঁর পরেও ওই রাস্তা তৈরি হয়নি । এদিন শাসক দলের তরফে আশ্বাস পেয়ে আস্ত গ্রাম তৃনমুলে যোগ দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *