৬৯ তম বর্ষে কালিয়াগঞ্জের সুহৃদ সংঘের শ্যামাপূজো

২৫শে অক্টোবর, রায়গঞ্জঃ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অব্যাহত অংশ দিয়ে তৈরি মন্ডপের দেখা মিলবে এবারের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের  সুহৃদ সংঘের শ্যামাপূজোয়। “থিম ফিরে পাওয়া”। কালিয়াগঞ্জের বিগ বাজেটের শ্যামাপূজোর জন্য সুপরিচিত সুহৃদ সংঘের শ্যামাপূজো মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ময়দানে। বিশাল মন্ডপ সজ্জার সঙ্গে তাল মিলিয়ে থাকছে প্রতিমা ও আলোক সজ্জায়। এবারে ৬৯ তম বর্ষে পদার্পন করেছে সুহৃদ সংঘের শ্যামাপূজা। তাই পূজো ঘিড়ে চলছে শেষ মুহুর্তে প্রস্তুতি।

সুহৃদ সংঘের মাতৃপ্রতিমা এবারে হবে ঢাকেশ্বরী রুপে। মন্ডপ হচ্ছে দুই পর্যায়ে। প্রথম ধাপে মন্ডপ থাকছে মুক্ত আকাশে। দ্বিতীয় ধাপে মন্ডপ দেবদেবীর মডেল দিয়ে সজ্জিত। ক্লাব সম্পাদক জানান সুবির সেন জানান,মন্ডপ সজ্জায় ব্যবহার হচ্ছে সুপারির খোল, কাঠের পালিশের পরে বের হওয়া ছিলকা, ঝিনুকের খোল, হরতকি এবং ধানের তুষ দিয়ে। অর্থাৎ  সংসার জীবনে প্রয়োজনীয় নানা সামগ্রীর অব্যবহৃত সামগ্রী দিয়ে হবে মন্ডপসজ্জা। এই সকল জিনিস প্রকৃতিক। মন্ডপ ও প্রতিমার থাকবে মানানসই আলোকসজ্জা। সব মিলিয়ে সুহৃদ সংঘ প্রস্তুত শ্যামাপূজোয় সকলের মনমাতানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *