বালুরঘাটে রাজ্যে এনআরসি-র বিরোধিতায় বিক্ষোভ সমাবেশ সিপিএমের, বক্তা মহম্মদ সেলিম

২৪শে অক্টোবর, বালুরঘাটঃ রাজ্যে এনআরসি হবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এই দাবীর পরে বাংলায় আতঙ্কিত বাসিন্দাদের আস্বস্থ্য করতেই বৃহস্পতিবার বালুরঘাটে ময়দানে নামলো বামদল সিপিএম। বালুরঘাট জেলা শাসক অফিসের বাইরে সিপিএমের এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। এইদিন এন আরসি নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র বিরোধীতার কথা শোনা গেলো সেলিম সাহেবের মুখে। তিনি বলেন আসামে ১৯ লক্ষ মানুষের অনিশ্চিত ভবিষৎ-এর মুখে ফেলে দেবার জন্য একমাত্র দায়ী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নাগরিক পুঞ্জি যেভাবে সরকার করতে চাইছে তা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে বাংলায়।

বাংলার জন্ম হয়েছে ১৯৪৭ সালে অবিভক্ত বাংলাকে ছিন্ন করে, আর সেই পরিস্থিতির বলি হতে হয়েছিলো কয়েক কোটি বাঙালিকে। আর যার ফল ৭০ বছরেও বাংলা সেই ঘাকে পূরন করতে পারেনি। যার সঙ্গে ভারতের অন্য রাজ্যের তুলনা করলে চলবে না। ১৯৭১ সালে সেই দিনের খত নিয়ে পুনরায় বাঙালিকে দিতে হয় পরীক্ষা। পাকিস্থানী অত্যাচারের হাত থেকে সেইদিন বাঙালিকে বাঁচিয়ে ছিলো আজকের পশ্চিম বাংলা। একটা রাজনৈতিক অত্যাচারের বলি বাঙালিকে আবার এক পরীক্ষার সামনে ফেলে দিতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, আর এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আক্রমন করেন রাজ্যের তৃণমূল সরকারকে। তিনি বলেন রাজ্যে এনআরসি নিয়ে মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারকে আক্রমন করলেও দিল্লিতে গিয়ে এইনিয়ে কোন স্বর থাকছে না তার। ফলে এই ধরনের নীতি বাংলার মানুষের সঙ্গে একপ্রকার দ্বিচারিতা বলে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *