গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওয়ন শাখার গ্রাহক সম্পর্ক অভিযান ও ঋণ মেলা
২২শে অক্টোবর, গঙ্গারামপুরঃ গঙ্গারামপুরে দেবীকোট উৎসব ভবনে অনুষ্ঠিত হলো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওয়ন শাখার গ্রাহক সম্পর্ক অভিযান ও ঋণ মেলা। মঙ্গলবার বেলা ১১ টা থেকে শুরু হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য ব্যাবসায়ী থেকে বেকার যুকবদের কর্মসংস্থান ও স্বনির্ভর করে তোলা। এই অভিযানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দক্ষিন দিনাজপুর জেলার ২৩টি ব্রাঞ্চের প্রায় ২ লক্ষ গ্রাহক এই প্রকল্পে উৎসাহিত হয়ে উপকৃত হবে।
এইদিন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার ভূপেন্দ্রপনি সিং আমাদের জানান এই জেলায় ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় ৫০ কোটি টাকা ঋণ দিয়েছে, যেখানে রয়েছে ব্যাবসায়ী ঋণ, কৃ্ষিঋণ, গাড়িঋণ, স্বনির্ভর গোষ্টিদের ঋণ, বেকারদের জন্য ঋণ সহ একাধিক সামাজিক অর্থনৈতিক সহায়তা। যেখানে ২৩টি ব্যাঙ্কের গ্রাহকরাই উপকৃ্ত হয়েছে। তাই এইদিন কৃ্ষক থেকে শুরু করে সরকারী কর্মচারীসহ বিভিন্ন মানুষদের আর্থিক দুর্বলতা দুর করতেই এই অভিযান বলে জানান ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের বিভিন্ন শাখার ম্যানেজার, গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায়, কৃ্ষি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।