রোটারী ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার বালুরঘাটের পক্ষ থেকে বিতরন করা হলো গরীব ছেলে মেয়েদের মধ্যে শারদীয়ার নতুন বস্ত্র

২৭শে সেপ্টেম্বর, বালুরঘাটঃ বৃহস্পতিবার রোটারী ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার বালুরঘাট পক্ষ থেকে স্বর্গীয় শ্রী মানস বোস এর স্মরণ-এ রঘুনাথপুর খ্রীষ্ঞান মিশনের আবাসিক ৪৭ জন বাচ্চা ছেলে এবং মেয়েদের মধ্যে শারদীয়ার আগে নতুন জামা কাপড় বিতরণ করা হলো। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব গভর্নর এবং ক্লাবের সমস্ত সদস্যরা।

সারা বছর রোটারী ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার বালুরঘাট কিছু না কিছু ভাবে এসে দাঁড়ায় গরীব দুঃস্থ মানুষদের পাশে। কখনো শীত আবার কখন বর্ষায়, প্রতিবারের মতো এবারেও তাদের প্রাক শারদীয়ায় ছোট ছোট শিশুদের মধ্যে এইভাবে নতুন বস্ত্র বিতরন তাদের মুখে হাঁসি ফুটিয়েছে। এই বস্ত্র বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রী পবন আগরওয়াল, অনীতা বিশ্বাস, অম্বর বোস, রাজেন শীল, বাপি বোস সহ একাধিক সদস্য সদস্যারা। ক্লাবের প্রবীন সদস্য পবন আগরওয়াল আমাদের জানান তারা প্রতিবছর নানাবিধ সামাজিক কর্মসূচি গ্রহন করে থাকে, যেখানে শারদীয়ায় নতুন বস্ত্র পরে পূজা দেখার ইচ্ছা সকলের মধ্যেই থাকে, কিন্তু এই সব গরীব অনাথ শিশুদের পাশে এইভাবে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। আগামীতে আরো বেশ কিছু কর্মসূচি গ্রহন করবে রোটারী ক্লাব অফ আত্রেয়ী গ্রেটার বালুরঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *