মহরমের লাঠি খেলার মধ্যে দুষ্কৃতীদের গুলি, গুলিতে আহত এক শিশু
মালদা, ১১ সেপ্টেম্বরঃ মহরমের লাঠি খেলার মধ্যে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে আহত হল এক শিশু। মঙ্গলবার রাতে রতুয়া থানার মধ্য সাহাপুর এলাকার ঘটনা। গুলিবিদ্ধ শিশু বর্তমানে মালদার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে, আহত ওই শিশুর নাম আব্দুল রাজ্জাক(৬)। স্থানীয় বাসিন্দা সে। বাবা শেখ আফসার জানান, মহরমের শোভাযাত্রা তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল।
সেখানে প্রতিবেশীর সাথে দাঁড়িয়ে মহরমের শোভাযাত্রা দেখছিল আব্দুল। হঠাৎ করে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়েআহত হয় আব্দুল রাজ্জাক। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েসে । সাথে সাথে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রেফার করেন । এলাকায় পুলিশ মোতায়েন করে ঘটনার তদন্তে চলছে ।