জেলায় কৃষিমন্ত্রী, মাজিয়ান কৃ্ষি বিশ্ববিদ্যালয়ে সাংসদের হাত ধরে বিজেপিতে যোগদান অধ্যাপকদের

২২শে আগষ্ট, বালুরঘাটঃ রাজ্যের দুই মন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের উত্তরবঙ্গ কৃ্ষি বিশ্ববিদ্যালয়ের মাজিয়ান কৃ্ষি কলেজের সম্প্রসারিত ভবনের উদ্বোধনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, জেলায় কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জীর উপস্থিতিতেই মাজিয়ানের উত্তরবঙ্গ কৃ্ষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী সহ প্রায় ১০০জন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করলো বৃহস্পতিবার।

 

এইদিন যখন বালুরঘাটে কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জী সহ কৃ্ষিদপ্তরের বিশেষ সচিব পি হান্স, মুখ্যমন্ত্রীর কৃ্ষি পরামর্শদাতা প্রদীপ কুমার মজুমদার সহ  রাজ্যের একাধিক কৃ্ষি আধিকারিকদের উপস্থিতিতে কৃ্ষকদের নিয়ে আয়োজিত একটি কৃ্ষি কর্মশালা আয়োজিত হচ্ছে তখন, উত্তরবঙ্গ কৃ্ষি বিশ্ববিদ্যালয়ের মাজিয়ান কৃ্ষি কলেজের সম্প্রসারিত ভবনের অধ্যাপক, কর্মীদের বিজেপিতে যোগদান করাচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির দক্ষিন দিনাজপুর জেলার বর্ষীয়ান নেতা রঞ্জন মন্ডল সহ অন্যান্যরা। আর এই নিয়ে উঠলো বিতর্ক। কলেজের সরকারী ভবনে কিভাবে একটি রাজনৈতিক দলের যোগদান কর্মসূচী আয়োজিত হলো, যেখানে জেলায় খোদ উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। এইনিয়ে জেলা তৃণমুল নেতা দেবাশিষ মজুমদার আমাদের জানান, সরকারী জাগায় একটি শিক্ষাঙ্গনে কিভাবে বিজেপি রাজনীতিকরন করছে তার নোংরা চিত্র ফুটে উঠলো এইদিন। এই কলেজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের কলেজ, রাজ্যে যখন এই কলেজ একটি দৃষ্টান্ত হতে যাচ্ছে, তখন বিজেপি এই শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সৃষ্টাচারকে শুধু ভাঙ্গা শুধু নয়, সরকারী অফিসের নিয়মকে ভাঙ্গছে। যদিও এই বিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আমাদের জানান তিনি একজন সাংসদ হিসাবে এই কলেজ পরিদর্শন করতে এসেছিলেন, তিনি এলাকায় গেলে বিজেপি অনুগামীরা তাকে সম্বর্ধিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *