শোভন-বৈশাখীর পরে বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী রায়ও
১৪ই আগষ্ট, দিল্লিঃ জোড়াফুল শিবিরে ধাক্কা দিয়ে এবার পদ্মশিবিরে দেবশ্রী রায়ও ৷ শোভন বৈশাখীর সঙ্গে সঙ্গে দিল্লিতে দেখা গেল তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কেও ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখীর সঙ্গে রায়দিঘির বিধায়ক দেবশ্রীও হাজির বিজেপি সদর দফতরে৷ বিজেপিতে যোগ দিচ্ছেন বৈশাখীও৷
মঙ্গলবারই রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায় ৷ পদত্যাগপত্র দূতের মাধ্যমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন তিনি ৷ এরপরই বৈশাখীকে সঙ্গে নিয়ে রাতের বিমানে রওনা হন দিল্লিতে ৷ এরপরই সিলমোহর পড়ে জল্পনায়৷ শোভনের সঙ্গে দিল্লিতে দেবশ্রী রায়কে দেখা যেতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় ৷ সদর দফতরে রায়দিঘির তৃণমূল বিধায়ক শোভন বৈশাখীর সঙ্গী হতেই বিজেপিতে যোগদানের খবরে পড়ে সিলমোহর ৷