হাওড়া-দিল্লি চলবে বন্দে ভারত এক্সপ্রেস, ১২ ঘণ্টায় লালকেল্লা

৮ই আগষ্ট, দিল্লিঃ  হাওড়া থেকে দিল্লি যাত্রাপথের সময়সীমা এবার কমতে চলেছে। ১৭ ঘণ্টার বদলে ১২ ঘন্টায় এবার পৌঁছে যাওয়া যাবে রাজধানী শহরে। নতুন সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এবার হাওড়া দিল্লি রুটেও চলবে। যার গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিমি। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের থেকেও এই ট্রেনের গতিবেগ অনেকটাই বেশি হবে। বর্তমানে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস 130 কিমি প্রতি ঘন্টায় ছোটে।

 

এবার বন্দে ভারত এক্সপ্রেস 160 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটবে। হাওড়া থেকে দিল্লির দূরত্ব ১হাজার ৫২৫ কিমি। এবার এই পথ মাত্র 12 ঘন্টায় অতিক্রম করবে নতুন এই ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০-২৩ সালেই এই ট্রেন হাওড়া-দিল্লি শাখায় চালু হয়ে যাবে বলে রেল সূত্রে জানা গেছে। এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে  ৬ হাজার ৬৮৫ কোটি টাকা। তবে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের গতি বাড়বে কিনা সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি রেল। তবে হাওড়া দিল্লি শাখায় মালগাড়িরও গতিবেগ বাড়ানো হবে বলে রেল সূত্রে খবর। যদিও প্রশ্ন উঠছে, বর্তমানে সেমি হাই স্পিড বনৃদে ভারত এক্সপ্রেস বারাণসী-দিল্লি শাখায় চলছে। কিন্তু ওই ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৩০ কিমির বেশি তোলা যাচ্ছে না। তাই সম্পূর্ণ পরিকাঠামো না করে এই ট্রেন চালু নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *