সাংসদের প্যাড আবেদন জানিয়েও সার্কিট হাউজে ঘড় পেলেন না দিলীপ ঘোষ

৮ই আগষ্ট, বালুরঘাটঃ  সাংসদের প্যাড আবেদন জানিয়েও দিলীপ ঘোষের জন্য সার্কিট হাউজ পেল না দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসন, সাংবাদিক সম্মেলন করে তোপ দাগলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার।

 

বৃহস্পতিবার বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয় এক সাংবাদিক বৈঠক করে এই ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তিনি। জুন মাসে গঙ্গারামপুরে বিজেপির অভিনন্দন র‍্যালিতে  পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাধে বিজেপি কর্মীদের। যার পরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি শুভেন্দু সরকার বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার সহ প্রায় 48 জন কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা পুলিশ। বিজেপি নেতৃত্বরা ওই মামলায় হাইকোর্টে জামিন পেলেও শুক্রবার গঙ্গারামপুর আদালতে হাজিরার নির্দেশ রয়েছে তাদের। যে কারণেই গত ৬ তারিখ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এর প্যাডে সার্কিট হাউজ নেওয়া আবেদন জানায় জেলা বিজেপি। যার পরিপ্রেক্ষিতে প্রথমদিকে প্রশাসনের তরফে আশ্বাস দিলেও ৮ তারিখে হঠাৎ করে জানিয়ে দেওয়া হয় বিশেষ কারণে সার্কিট হাউজ দেওয়া সম্ভব হচ্ছে না। যার পরেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করে জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন বিজেপি সাংসদ বলেই সার্কিট হাউজ নিয়ে আপত্তি রয়েছে জেলা প্রশাসনের। এইদিন জেলায় তেমন কোনো অনুষ্ঠান না থাকলেও শুধুমাত্র তৃণমূলকে খুশি করতে এমন কাজ করা হচ্ছে, যার বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *