টিচার ইন চার্য না থাকায় চককাশী উচ্চ বিদ্যালয়ে মিডে মিল বন্ধ
৭ আগষ্ট, বালুরঘাটঃ টিচার ইন চার্য পদে কোন শিক্ষক দায়িত্ব না নেওয়ায় গত দুমাস ধরে মিড ডে মিল বন্ধ বালুরঘাটের চককাশী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। পাশাপাশি তিন মাস ধরে বেতন ও বন্ধ বিদ্যালয়ের শিক্ষকদের। অভিযোগ বার বার জেলা স্কুল পরিদর্শক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের জানালেও হেল দোল নেই। যদিও জেলার অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) কৃত্তিবাস নায়েক জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভার প্রাপ্ত শিক্ষক না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে অতি দ্রুত সমস্যা মিটিয়ে বেতন ও মিড ডে মিল চালু করার ব্যবস্থ্যা গ্রহন করবার নির্দেশ ডি আই কে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বালুরঘাটে অবস্থিত চককাশি হাইস্কুল। স্কুলটিতে ২৫০রও বেশি ছাত্রছাত্রী রয়েছে। মিডডে মিলের বাসনপত্র রান্নাঘর সহ পরিকাঠাম থাকলেও স্কুলে এসে খিদে পেটেই পড়াশুনা করতে হচ্ছে। গত জানুয়ারি মাসে প্রধানশিক্ষক অবসরের পর ভারপ্রাপ্ত একজনকে দায়িত্ব দেওয়া হয়। খাতাপত্রে বিস্তর গরমিল থাকার অভিযোগে ভারপ্রাপ্ত সেই শিক্ষকও তিন মাস আগে পদত্যাগ করেন। এর পর থেকেই শুরু হয় অচলাবস্থা। প্রধানশিক্ষকের চেয়ারে কেও না থাকায় শিক্ষকদের বেতনের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে মিডডে মিলও। অচলাবস্থা কাটাতে প্রশাসন সেরকম কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।