জেলা জুড়ে উদযাপন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯ তম প্রয়াণ দিবস
৮ই আগষ্ট, বালুরঘাটঃ রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে উদযাপন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯ তম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
মাল্যদান করেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন বালুরঘাট কলেজেও পালিত হয়েছে কবিগুরুর প্রয়াণ দিবস । কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, জিবি প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ, নাট্যকার হরিমাধম মুখোপাধ্যায় প্রমুখ ।