সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গঙ্গারামপুর পৌরসভার অনাস্থা পক্ষে রায় দেন

৫ই আগষ্ট, গঙ্গারামপুরঃ সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোন প্রকার স্থগিতাদেশ না দেওয়ায় এদিন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা ১১ জন কাউন্সিলরের উপস্থিতিতে ধনী ভোটে পাস হয়। পাশাপাশি এদিন ব্যাপক পুলিশি নিরাপত্তায় গঙ্গারামপুর পৌরসভা চলে অনাস্থা প্রক্রিয়া যেখানে বাকি সাতজন কাউন্সিলর অনুপস্থিত থাকে। তাদের অনুপস্থিতিতেই মোট ১৮ জন কাউন্সিলর এর মধ্যে ১১ জন কাউন্সিলর উপস্থিত থাকায় সর্বসম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ করে অনাস্থার পক্ষে ভোট দেয় ১১ জন কাউন্সিলর, যার পর থেকে চেয়ারম্যান প্রশান্ত মিত্র তার চেয়ারম্যান পদ হারালেন। নতুন চেয়ারম্যান কে হবে তা নিয়ে আগামীতে সিদ্ধান্ত নেবে গঙ্গারামপুর পৌরসভার কাউন্সিলররা।

 

এদিন অনাস্থা প্রস্তাব পাস হবার পরেই পৌরসভার বাইরে অপেক্ষারত তৃণমূল সমর্থকরা উল্লাসে মাতে। ফোটানো হয় বাজি এবং আবির খেলার মধ্যে দিয়ে বিজয় উল্লাস লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষ, শংকর চক্রবর্তী, বাচ্চু হাঁসদা, সত্যেন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অমলেন্দু সরকার এ দিন জানান মানুষ তাদের তৃণমূলের সিম্বলে বিজয়ী করেছিল কিন্তু চেয়ারম্যানসহ কিছু কাউন্সিলর মানুষের রায়কে অবমাননা করে। পৌরসভার অচলাবস্থা তৈরী করে চেয়ারম্যানের বিরুদ্ধে কাঠমানি তোলার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আনা হবে আনা অনাস্থা এদিন ১১ জন কাউন্সিলরের সর্বসম্মতি ভোটাভুটিতে চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা পাস হয়। পাশাপাশি উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে এ দিনের অনাস্থাকে বৈধ বলে আখ্যা দেন বিচারক দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ। আগামীতে গঙ্গারামপুর পৌরসভার নতুন চেয়ারম্যান গঠন করে নতুন বোর্ড তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *