শ্রাবণ মাসের সোমবার উপলক্ষ্যে ব্যাপক ভিড় পতিরাম ধামে, বাবার মাথায় জল ঢাললো হাজার হাজার পূর্ণ্যার্থী
৫ই আগষ্ট, বালুরঘাটঃ শ্রাবণ মাসের সোমবার উপলক্ষ্যে ব্যাপক ভিড় পতিরাম ধামে, বাবার মাথায় জল ঢাললো হাজার হাজার পূর্ণ্যার্থী। রবিবার রাত থেকেই বালুরঘাট, তপন, গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত সহ মালদা রায়গঞ্জ থেকেও বহু পূর্ণ্যার্থী হাজির হতে থাকেন আত্রেয়ী নদীপারের এই ধামে। আত্রেয়ী নদীতে স্নান করে এইসব পূর্ণ্যার্থীরা দলে দলে বাক কাঁধে নিয়ে হাজির হন পরিরাম ধামের মন্দিরে।
হাজার হাজার পূর্ণ্যার্থীদের লম্বা লাইন চোখে পরে রবিবার রাত থেকে। কেউ বা পায়ে হেঁটে আবার কেউ গাড়ি নিয়ে হাজির হন বাবার মাথায় জল ঢালতে। রবিবার রাত থেকেই আত্রেয়ী নদী থেকে ধাম পর্যন্ত মেলার আকার ধারন করে। বিভিন্ন দোকানের পাশাপাশি পূর্ণ্যার্থীদের জল পানের ব্যাবস্থা করা হয়। কেউ নদীতে স্নান সেরে বাবার মাথায় জল ঢালে আবার কেউ মানত পূর্ণ্য হওয়ায় নদী থেকে ধাম পর্যন্ত গন্ডি কেটে পৌছায় বাবার মন্দিরে। রবিবার থেকে সোমবার এই অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাপক পুলিশি সুরক্ষার আয়োজন করা হয়। এগিয়ে আসে বিএসএফ জওয়ানরাও।