বৃক্ষরোপনের মধ্যদিয়ে হিলির নবদিগন্তের পথচলা শুরু

২রা আগষ্ট, হিলিঃ হিলিতে এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘নব দিগন্ত’ এর বৃক্ষরোপনের মধ্যদিয়ে পথচলা শুরু হল শুক্রবার। এইদিন হিলির সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কিছু স্থানীয় যুবক-যুবতীর উদ্যোগে হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শুরুতে হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে এক সচেতনতামূলক র‍্যালী বের করা হয় হিলিতে। উপস্থিত ছিলেন অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু সরকার, অধ্যাপক অভিজিৎ সরকার, অধ্যাপক খোকন দাস, হিলি থানার এসআই সুকুমার শীল, উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাগণ।

 

হিলি সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষাকর্মী তথা সংস্থার কর্মকর্তা অমিত সাহা বলেন আগামী দিনে সমগ্র হিলি জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পার্থেনিয়াম নিধন, জল সংরক্ষণ রক্তদান শিবির এর মতো বিষয় নিয়ে মানুষকে সচেতন করা হবে।
এ ব্যাপারে সংস্থার সদস্য সম্পা সাহা ও দৃষ্টি গোস্বামী বলেন হিলির সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া এই মহতী কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, আমাদের সবাইকে এগিয়ে পরিবেশের দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *