বর্ষার শুরুতেই নদী ভাঙ্গনের আতঙ্কে বালুরঘাটের ডাকরা এলাকার মানুষ

১১ই জুলাই, বালুরঘাটঃ বর্ষা আসতেই আত্রেয়ী নদীর পারে নদী ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কে বালুরঘাট থানার ডাকরা এলাকার বাসিন্দারা। গত তিন দিনের ভারী বর্ষণে আত্রেয়ী  নদী পাড়ের ভাঙ্গনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাকরা মধ্যপাড়ার এলাকার নদী বাঁধে। এই এলাকার বিস্তীর্ণ এলাকা ভাঙ্গনের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে এই এলাকার যোগাযোগ পরিস্থিতি। বাঁধের রাস্তা ভাঙ্গনে এলাকার মানুষজনকে চলাফেরা করতে হচ্ছে বেশ কিছু এলাকা ঘুরে, পাশাপাশি নদী ভাঙ্গনের পাশেই অবস্থিত এসএসকে স্কুলে পড়াশোনা একপ্রকার বন্ধ হবার মুখে। নদী ভাঙ্গনের আশঙ্কায় স্কুলে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি চোখে পড়ছে। গত বছর এই এলাকায় ব্যাপক ভাঙ্গনে বালির বস্তা দিয়ে সামরিক নদী বাঁধ মেরামতের কাজ হলেও এখনো পর্যন্ত পাকাপোক্ত কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্ষার শুরুতেই নদী বাঁধের ভাঙ্গনের মুখে পরায়, এই এলাকার মানুষ পঞ্চায়েতে যোগাযোগ করলেও সেভাবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য নদীবাঁধ সাড়াই শুধু নয় এলাকায় কোন নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের জল এই পথ দিয়ে নদীতে প্রভাবিত হওয়ায় ভাঙ্গন আরও বড় আকার ধারণ করেছে। তাদের বক্তব্য নিকাশি ব্যবস্থার পাশাপাশি এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় বর্ষায় নাজেহাল পরিস্থিতি শিকার হচ্ছে এই এলাকার বহু মানুষ।

 

এলাকার বাসিন্দা নব মহন্ত আমাদের জানান প্রতিবার বর্ষায় এই এলাকা ভাঙ্গন পরিস্থিতির সৃষ্টি হলেও এই এলাকার ভাঙ্গন প্রতিরোধে কোন হেলদোল নেই প্রশাসনের, তাই বর্ষার শুরুতেই ভাঙ্গন আতঙ্কে দিন কাঁটাতে হচ্ছে তাদের। গত কয়েক বছর আগে এই নদী বাঁধে বোল্ডার পিচিং সহ একাধিক কাজকর্ম হলেও, এই এলাকায় কোন সুইজগেট না থাকায় এলাকার জল এই পথ দিয়ে নামলে নদী বাঁধে ভাঙ্গন আরও বড় আকার ধারণ করেছে। তা প্রতিরোধ করতে উপযুক্ত ব্যবস্থা এখনো পর্যন্ত এই এলাকায় গড়ে ওঠেনি, নেই নিকাশি ব্যাবস্থা, নেই রাস্তা, এই বিষয়ে এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ও বালুরঘাট ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ সেনকে জিজ্ঞাসা করা হলে তিনি আমাদের জানান, এই এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি করে ব্লক অফিসে দেওয়া হয়েছে, পঞ্চায়েত এলাকার উন্নয়নে সেইভাবে করার কোনও হেলদোল দেখাচ্ছে না, তাই এই সমস্ত কাজ বাস্তবায়ন করতে সমস্যায় পড়তে হচ্ছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই এলাকার উন্নয়নে রাস্তা ও নিকাশি ব্যবস্থার করবার চেষ্টা করা হচ্ছে এই এলাকা বর্তমানে পঞ্চায়েত অন্তর্ভুক্ত হলেও কিছুদিন পরে এই এলাকা পৌরসভার অন্তর্ভুক্তি হতে চলেছে, ফলে এই এলাকার উন্নয়নমূলক বেশকিছু কাজ বাস্তবায়ন করবার জন্য পৌরসভার কাছে  প্রয়োজনীয় কাজের তালিকা তুলে ধরা হয়েছে। প্রশাসনিক কাজকর্ম সমাপ্তি হলেই এলাকার উন্নয়নের কাজ হাতে নেবে বালুরঘাট পৌরসভা, তবে বর্তমানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাময়িক ভাবে উন্নয়নের কাজ করবার চেষ্টা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *