কাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে সরানো হল গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারকে

গঙ্গারামপুর, ৪ জুলাইঃ কাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে সরানো হল গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারকে। বুধবার তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষের উপস্থিতিতে প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের তীব্র সমালোচনা করেন এই তৃণমূল নেতা। পাশাপাশি তিনি বলেন, অনাস্থার মাধ্যমে পুরপ্রধান প্রশান্ত মিত্রকে সরিয়ে দিয়ে গঙ্গারামপুরে বিশাল জনসভা করবেন। এই ঘটনার পরেই পুরসভা থেকেই তাকে সরিয়ে দিলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র।
যদিও পুরপ্রধানের এই কাজকে আমল দিতে নারাজ অমলেন্দু সরকার। তিনি পালটা দাবি করেন, তাঁর বিরুদ্ধেই অনাস্থা নিয়ে আসার পর এই ধরনের কাজ করার কোনো এক্তিয়ার পুরপ্রধানের নেই। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুরপ্রধান প্রশান্ত মিত্র পালটা দাবি করেন, তিনি পুর আইন ঠিকমতো জানেন না। তাই উল্টো পালটা মন্তব্য করছেন। প্রশান্তবাবু আরো বলেন, উপপুরপ্রধান এমন কিছু কাজ করছিলেন যাতে একদিকে পুরসভার সুষ্ঠ পরিবেশ নষ্ট হচ্ছিল, ঠিক তেমনভাবেই নাগরিকদের পরিসেবা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। তাই সবদিক মাথায় রেখেই তাঁকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *