বিদ্যুৎ দপ্তরে ঢুকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরএসপি নেতা

২৯শে জুন, বালুরঘাটঃ বিদ্যুৎ দপ্তরে ঢুকে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত  আর এস পি নেতা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের পাওয়ার হাউজ এলাকার বিদ্যুৎ দপ্তরে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আরএসপি নেতা অরিজিৎ মহন্ত ওরফে বল্টু এবং অরূপ সরকার তাদের বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তর-এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার পরেই স্টোর কিপারের দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ পালকে রক্তাক্ত অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 

বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী কলকাতা পাঠানো হয়ে থাকে, সেই মতে শুক্রবার সেই কাজ করছিলেন দপ্তরের কর্মীরা। অভিযোগ সেই সময় স্থানীয় ক্লাবের তরফে আরএসপি নেতা নেতার নেতৃত্বে 6-7 জনের দুষ্কৃতী দল তোলাবাজি চেষ্টা করে। ঘটনায় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে স্টোর কিপারের দায়িত্ব থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ পাল। যার পরেই উত্তেজিত হয়ে বিশ্বজিৎবাবুকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন তিনি। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ পৌঁছে আরএসপি নেতাসহ 2 জনকে গ্রেপ্তার করে। যদিও সেই সময় এলাকা থেকে পালিয়ে যায় অপর অভিযুক্ত দুষ্কৃতীরা। আহত বিশ্বজিৎ বাবুকে ভর্তি করানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন লিখিত অভিযোগ করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *