বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ ধরের ২৫ তম প্রয়ান দিবসের স্মরণ সভা

২৭শে জুন, বালুরঘাটঃ বুধবার বালুরঘাট নাট্যতীর্থে অনুষ্ঠিত হলো বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ ধরের ২৫ তম প্রয়ান দিবসের স্মরণ সভা। ১৯৯৫ সালের ২৬শে জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো আরএসপির বর্ষীয়ান এই নেতার। ১৯৬৯ সালে নির্বাচিত হয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি, সেই সময় ভাইস চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পান দীপঙ্কর ব্যানার্জী। আর সেই সময় প্রথম বার বালুরঘাট পৌরসভার ক্ষমতা পাই বামদল তথা আরএসপি। কিন্তু সেই সময় কালে বালুরঘাট পৌ্রসভার চেহারা দেখে মোটেও মন হতো না এই শহরের চেহারা এই রকমের হতে পারে, তিনি বেশ কিছু অভিনব উদ্যোগ গ্রহন করেন যার প্রথম ধাপে ছিলো শহরের রাস্তার গুলো পাকা করা, প্রথমে ইট সোলিং ও পরে পাকা পিচের রাস্তায় উন্নতি করন। এছাড়াও তিনি উদ্যোগ নেন শহরের সেই সময়ের শৌ্চালয় গুলোকে পাকা করা। জোড় দেওয়া হয় শহরের সূন্দর্যায়নে, গড়ে তোলা হয় এলাকায় এলাকায় বেশ কিছু পার্ক, সুইমিং পুল।

 

তিনি একদিকে যেমন শহরের উন্নতিকরনে জোড় দেন তেমনি তিনি জোড় দেন এলাকার শিক্ষার বিকাশে, বালুরঘাটে তার হাত ধরেই গড়ে ওঠে নালন্দা, অভিযাত্রী, কবিতীর্থের মতো স্কুল। তিনি প্রথম জেলায় ইংরেজী মাধ্যম স্কুল গড়ে তোলেন, যার নাম হয় আত্রেয়ী ইংলিশ স্কুল। যা ছিলো এই শহরের একটা নবজাগরন। প্রথমে এই স্কুল বালুরঘাট জেলা গ্রন্থাগারে চালু হলেও পরে তা হোসেনপুরের কাছে জমিতে গড়ে ওঠে। যা আজও এই জেলার বহু ছাত্র ছাত্রীকে ইংরেজী শিক্ষায় শিক্ষিত করে তুলে বিশ্বের বিভিন্ন জাগায় প্রতিষ্ঠিত করেছে। তার হাত ধরেই বালুরঘাট পৌরসভা কলকাতায় বালুরঘাট ভবনের স্থাপন করতে পারে। ১৯৯৫ সালের ২৬শে জুন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। এইদিন তার এই প্রয়ান দিবসে তাকে স্মরণ করার পাশাপাশি তার জীবনের উপর একটা ডকুমেন্টারি প্রকাশ করা হয়, যা তৈরি করেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার ভাষ্কর চ্যাটার্জী। জেলার বিভিন্ন স্কুলের একাধিক কৃ্তী ছাত্র ছাত্রীদের দিলীপ ধর স্মৃতি পুরষ্কার দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানের উদ্যোক্তা নবকুমার দাস আমাদের জানান দিলীপ ধর একটা এমন নাম যিনি সব রাজনৈ্তিক ভাবনার উর্দ্ধে। তিনি এই বালুরঘাট শহরের নতুন ভাবনার উদয় ঘটান। শিক্ষা থেকে নাগরিক উন্নয়নের প্রসার তার হাত ধরেই বালুরঘাট পায় একটা অন্য দিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *