দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি সহ ১১ জনের যোগদান বিজেপিতে

২৪শে জুন, দিল্লীঃ সোমবার দিল্লীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ ১০ জন  জেলা পরিষদ সদস্য যোগদান করলো বিজেপিতে।

এইদিন বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান করে জানান বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেস করা মানে অসম্মানীত হওয়া। তিনি বলেন দক্ষিন দিনাজপুর জেলায় তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, কিন্তু তিনি যোগ্য সম্মান কোন দিন পাননি, তাই তিনি বিজেপিতে যোগদান করলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান দক্ষিন দিনাজপুর জেলায় বিজেপি জেলা পরিষদ দক্ষল করলো এইদিন, গত বছর পঞ্চায়েত নির্বাচনে পুলিশ দিয়ে প্রাক্তন সঙ্গে ছাপ্পা দিয়ে বিজেপিকে হারিয়ে ছিল, যা এবার আবার বিজেপির ঘরে ফিরে এলো। বিপ্লব মিত্রের হাত দিয়ে বাংলায় প্রথম জেলা পরিষদ দক্ষল করলো বিজেপি, এবার এই জেলায় আরো দুইটি পৌরসভার দক্ষল নেবে বিজেপি।

 

মুকুল রায় জানান বাংলায় মমতা সরকারের প্রথম প্রশাসনিক স্তম্ভ দক্ষল করলো বিজেপি, বিপ্লব মিত্র উত্তরবঙ্গের একটা উল্লেখযোগ্য নেতা, যার নাম উত্তরবঙ্গের সব নেতাই জানেন। তিনি দক্ষিন দিনাজপুরের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি ছিলেন, তার হাত দিয়ে দক্ষিন দিনাজপুর জেলা শুধু নয় সমগ্র উত্তরবঙ্গে বিজেপি আধিপত্ত্য বিস্তার করবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *