তেভাগায় জুড়তে পারে রাধিকাপুর লিঙ্ক, বঞ্চিত হতে পারে দক্ষিন দিনাজপুর

২৫ শে জুন, বালুরঘাটঃ গত বছরে উত্তর দিনাজপুর জেলাবাসি দাবি তুলেছিল তেভাগায় জুড়ে দেওয়া হোক রাধিকাপুর কলকাতা লিঙ্ক বগী। আর সেবার সেই দাবীকে সমর্থন করে আন্দোলনে নামেন ততকালীন রায়গঞ্জ সাংসদ মহম্মদ সেলিম। কিন্তু জেলা বাসীর সমস্যার কথা ভেবে বাদসাধেন ততকালীন বালুরঘাট সাংসদ অর্পিতা ঘোষ। সেই সময় এই সংযুক্তি বাস্তবে সম্ভব না হলেও রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি জয়ী হবার পরেই আবার সরব হয় রায়গঞ্জ বাসী। সেই দাবী নিয়ে সমর্থন জানান সাংসদ ও মন্ত্রী দেবশ্রী চৌধুরি। যার পরেই রেল সেফটি সিকিউরিটির আধিকারিকরা।

 

যা বাস্তবায়ন হলে সমস্যায় পরবে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। প্রাক্তন সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি  অর্পিতা ঘোষ আমাদের জানান তিনি সাংসদ থাকাকালীন এই ভাবনাকে বন্ধ করেছিলেন, কিন্তু বিজেপি ক্ষমতায় এসে সেই দাবীকে বাস্তবায়ন করছে। যা কখনও মেনে নেওয়া হবে না। এটা বাস্তবায়ন হলে জেলার মানুষ বিপদে পরবে। তেভাগা এক্সপ্রেস এই জেলার কলকাতার সঙ্গে যোগাযোগ করার এক মাত্র সতন্ত্র ট্রেন। বারবার দাবী করেও হাওড়াকে প্রতিদিন করেনি বিজেপি সরকার, তার উপর তেভাগায় ভাগ বসানো ষড়যন্ত্র করছে বিজেপি। তবে এই নিয়ে বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কোন বক্তব্য পাওয়া যায়নি ফোনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *