বিশ্বনাথ পাহানের পরে এবার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো জেলা পরিষদ সদস্যা শিপ্রা নিয়োগীর বাড়ি
২২শে জুন, বালুরঘাটঃ কাটমানি আদায়ের দাবিতে গত শুক্রবার জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ পাহানের বাড়ি ভাঙচুরের পরে এবার শনিবার একি দাবীতে ভাঙচুর হলো অপর এক জেলা পরিষদ সদস্যা শিপ্রা নিয়োগীর বাড়ি। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বাউলের মল্লিকপুর এলাকায়। এলাকা সুত্রে জানাযায় এইদিন জেলা পরিষদ সদস্যা শিপ্রা নিয়োগী সহ বাড়িতে কেউ উপস্থিত ছিলোনা।
এইদিন জনা কয়েক যুবক চাকরির প্রতিশ্রুতিতে লক্ষাধিক টাকা নেবার অভিযোগ করে একদল যুবক এইদিন বিকাল ৬ টা নাগাদ হানাদেয় শিপ্রা নিয়োগীর বাড়ি।এরপরে বাড়িতে কাউকে না পেয়ে ক্ষিপ্ত যুবকরা হামলা চালাই তার বাড়ি, ভাঙা হয় তার বাড়ির টিনের চাল সহ একাধিক জায়গা, বলে এলাকা সুত্রে জানাযায়। এই বিষয়ে বালুরঘাট থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি এখন পর্যন্ত, তবে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান এইবিষয়ে তার কাছে কোন তথ্য নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।