আজ নয়, আগামী সোমবারের মধ্যেই বিজেপিতে যোগদানের সম্ভাবনা দক্ষিন দিনাজপুর জেলা পরিষদ সদস্য সহ হেবিওয়েটদের
২১শে জুন, বালুরঘাটঃ শুক্রবার নয়, আগামী সোমবারের মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা দক্ষিন দিনাজপুর তৃণমূলের জয়ী ১৫ জন জেলা পরিষদ সদস্য, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভার সদস্য সহ হেবিওয়েটদের। ইতিমধ্যে ধাপে ধাপে বিজেপিতে যোগদানের জন্য বাগডোগরা হয়ে দিল্লীর উদ্দেশ্য রওনা হয়েছে একাধিক তৃণমূলের জয়ী সদস্যরা বলে সুত্রের খবর। নির্বাচনের আগে থেকেই প্রার্থী পদ না পেয়ে প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বেশ কিছু নেতৃত্ব বিজেপিতে যেতে পারে বলে বেশ কিছুদিন থেকেই জল্পনা চলছে জেলায়।
সুত্রের খবর দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের দখল আগামী সপ্তাহেই বিজেপি নিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়। যার মধ্যে তৃণমূলের হাত ছাড়া হতে পারে ্গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভাও। তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ আমাদের জানান কে জাচ্ছে যাক, যারা যাচ্ছে তারা আবার দলে ফিরে আসবে। যদিও এই বিষয় নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি জেলা পরিষদের কোন সদস্যদের। প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রকে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।