বালুরঘাট আত্রেয়ী নদীতে পালিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব

১৭ই জুন, বালুরঘাটঃ বালুরঘাট ডাকরা আত্রেয়ী নদীতিরে অবস্থিত প্রভুপদ কৃষ্ণচন্দ্র গোষ্মামী প্রতিষ্ঠিত নিতাই গৌড় আশ্রমে সোমবার অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। এইদিন বিকালে প্রায় কয়েকশ ভক্তবিন্দের উপস্থিতিতে মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম দেব ও শুভদ্রা দেবীকে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সুসজ্জিত নৌকায় আত্রেয়ী নদীতে নৌকা বিহারে যান ভক্তবিন্দরা।এইদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন কয়েকশ ভক্তবিন্দ। আশ্রম সুত্রে জানাযায় পুরির পরে এই আত্রেয়ী নদীতেই প্রথম এই ভাবে জগন্নাথ দেবকে নিয়ে স্নান যাত্রা করা হয়। এইদিন স্নান যাত্রার পাশাপাশি নাম কীর্তনের মাধ্যমে এই  উৎসব পালিত হয়।

 

সংস্থার অন্যতম কর্মকর্তা ইন্দ্রজিৎ দত্ত আমাদের জানান তারা গত বছর থেকে এই আত্রেয়ী নদীতে জগন্নাথ দেবকে নিয়ে স্নান যাত্রা উৎসব পালন করে আছেন। এরপরে ১৫ দিন বন্ধ থাকবে জগন্নাথ দেবের মন্দির, এরপরে মন্দির খুলে পালিত হবে রথযাত্রা  উৎসব। কথিত কথা অনুযায়ী এই স্নান যাত্রার পরে ভগবানের জ্বর আসবে। এরপরে তিনি ১৫দিন ঘরে বন্ধ অবস্থায় থাকার পরে ভগবান সুস্থ হয়ে বের হবেন রথযাত্রায়। এইখানেও পুরীর সেই প্রথা মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এইখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে সাড়া চকভৃগু প্রদর্শন করে এই মন্দিরে আসবেন ভগবান। এইখানে রথযাত্রা উৎসবের সঙ্গে অনুষ্ঠিত হবে মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *