বিজেপিতে যাবার এক সপ্তাহের মধ্যেই আবার তৃণমূলে ফিরলো বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান

১২ই জুন, বালুরঘাটঃ ২৯শে মে বালুরঘাট এলাকার বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায় তৃণমূল থেকে দলবদল করে বিজেপি দলে যোগদান করার এক সপ্তাহ পার হতেই আবার দলে ফিরলেন তিনি। প্রায় ১০ দিন শিলিগুড়িতে আত্মগোপন করে থাকার পরে বুধবার বালুরঘাটে ফিরে জেলা সভাপতি অর্পিতা ঘোষের কার্যালয়ে জেলা সভাপতির হাত থেকে পুনরায় দলীয় পতাকা তুলে নেন মৌসুমি রায়। আগামীকালকে আবার তৃণমূল কংগ্রেসের বোর্ডের প্রধান হিসাবে বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দ্বায়িত্বভার গ্রহন করবেন তিনি।

 

এইদিনের এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, টাউন সভাপতি সুভাষ চাকী, বোয়ালদার তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জিব চৌধুরী সহ অন্যান্যরা।  তিনি এইদিন বলেন বিজেপি তাকে জোর করে ভয় দেখিয়ে তাদের দলে নিয়ে গিয়েছিলো। তিনি পরে তার অবস্থার পরিবর্তন করে আবার তৃণমূলে ফিরে এলেন।আগামি বৃহস্পতিবার তিনি পুনরায় বোয়ালদার গ্রাম পঞ্চায়েত অফিসে কাজে যোগদান করবেন।  জেলা সভাপতি অর্পিতা ঘোষ আমাদের জানান মৌসুমি তার ভুল বুঝতে পেরে তার সঙ্গে যোগাযোগ করে, তিনি তাকে আবার বালুরঘাটে ফিরে আসতে বলেন। এদিন তিনি ফিরে এলে তার হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি। তিনি আবার তৃণমূলের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত বোর্ডের প্রধান পদে বসবেন আগামীকাল থেকে। যদিও এই বিষয়ে বিজেপির দলীয় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *