বিজেপি প্রার্থীর জয়ে বিজয় মিছিলে ভাসল জেলার বিভিন্ন প্রান্ত

৬ই জুন, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে বিজয় মিছিলে মাতল বিজেপির কর্মী সমর্থকরা। তপন ব্লকের ১০ নং মালঞ্চা এলাকা সহ বালুরঘাটের রাধানগর, হিলি, ত্রিমোহিনী ও জামালপুরে বিজয় উৎসব পালিত হয়। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে মিছিলে হাঁটেন প্রচুর কর্মী সমর্থক। সকলের হাতে দলীয় পাতাকা নিয়ে গেরুয়া আবীর উড়িয়ে ঢাক ঢোল বাজিয়ে এলাকা পরিক্রমা করেন বিজেপি নেতৃত্বরা। প্রার্থী জানিয়েছেন, মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে আপ্লুত। এলাকায় এলাকায় বিজয় মিছিলে উপচে পড়া ভীড় তারই প্রমাণ।