দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দায়িত্ব নিলেন নিখিল নির্মল
৬ই জুন, বালুরঘাটঃ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দায়িত্ব নিলেন নিখিল নির্মল। এদিন জেলা প্রশাসনিক ভবনে তাঁর হাতে দায়িত্ব তুলে দেন বিদায়ী জেলা শাসক ডঃ দীপাপ প্রিয়া পি। দায়িত্ব নিতেই নিখিল নির্মল শহরের সরোজ রঞ্জন সেতু এলাকায় বজরংবলি মন্দিরে পূজো দেন। সরকারি আধিকারিকদের নিয়ে শহর পরিক্রমা করেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিদলি করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে। জেলা থেকে ডঃ দীপাপ প্রিয়া পি দার্জিলিংয়ে পাঠানোর নির্দেশ দেয় নবান্ন। তার স্থলাভিষিক্ত করা হয় নিখিল নির্মলকে। তিনি পশ্চিমবঙ্গ টিডিসিসিএলের ম্যনেজিং ডিরেক্টর পদে ছিলেন। এরপরে সন্ধ্যা বজরংবলি মন্দিরে পূজো দিলেন সদ্য নিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল।