চাকরির নাম করে ৫০ হাজার টাকা প্রতারনায় অভিযুক্ত হলেন বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান

৬ই জুন, বালুরঘাটঃ চাকরির নাম করে ৫০ হাজার টাকা প্রতারনায় অভিযুক্ত হলেন বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী রায়, ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। একদিনে প্রতারনার অভিযোগের পাশাপাশি বালুরঘাট থানায় এক যুবককে অপহরনের অভিযোগ দায়ের হয়েছে প্রধান মৌসুমী রায়ের বিরুদ্ধে। বালুরঘাটের হোসেনপুরের বাসিন্দা অভিজিৎ মহন্ত গতকালকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন মৌসুমী রায় ও সঞ্জয় দত্ত-এর বিরুদ্ধে। অভিজিৎ মহন্ত জানান বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নাম করে তার কাছ থেকে মৌসুমী রায় ও সঞ্জয় দত্ত ৫০ হাজার টাকা নিয়েছে। কিন্তু চাকরি না দিয়ে তাকে প্রতারনা করেছে বলে তিনি বালুরঘাট থানায় অভিযোগ করেন অভিজিৎ মহন্ত। পাশাপাশি সুশীল দত্ত আর একটা অভিযোগ করেন প্রধান মৌসুমী রায় নামে যে, প্রধান ও আর এক যুবক তার ছেলে সঞ্জয় দত্তকে অপহরন করেছে। ঘটনায় একি সঙ্গে একি দিনে দুই দুটো অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পরে বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে। এলাকার এক বাসিন্দা আমাদের জানান গত প্রায় এক সপ্তাহ থেকে প্রধান মৌসুমী রায় পঞ্চায়েতে অনুপস্থিত। কিন্তু এই খবর এলাকায় ছড়িয়ে পরতেই এলাকায় আলোরন পরে যায়। এই বিষয়ে প্রধান মৌসুমী রায়কে ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার আমাদের জানান প্রধান তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় তার বিরুদ্ধে এই সব নানা মিথ্যা অভিযোগ করা হচ্ছে।পুরো ঘটনায় সাজানো বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *