ঋণ খেলাপের অভিযোগে প্রাথমিক শিক্ষকের বাড়ির দখল নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ, চাঞ্চল্য বালুরঘাটে

৩রা জুন, বালুরঘাটঃ ঋণ পরিশোধ না করায় এক প্রাথমিক শিক্ষকের বাড়ির দখল নিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর লাগোয়া চকভৃগুর মধ্যপাড়া এলাকার ঘটনা৷ সোমবার দুপুরে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়েই অভিযুক্ত শিক্ষক দেবজিৎ মৈত্রের বাড়ি ঘিরে ফেলে ব্যাঙ্কের লোকজন৷ এলাহাবাদ ব্যাঙ্কের চিফ ম্যানেজারের উপস্থিতিতে বালুরঘাট মেন ব্রাঞ্চের আধিকারিকরা ওই বাড়িতে তালা লাগিয়ে সিল করে বাড়িতে নোটিস ঝুলিয়ে দেয়৷ ঘটনা খবর প্রচার হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই শিক্ষকের বাড়ির সামনে৷ উত্তেজনা ছাড়াই এলাকা জুড়ে৷ ব্যাঙ্ক সূত্রের খবর, ২০১২-১৩ অর্থবর্ষে এলাহাবাদ ব্যাঙ্ক থেকে নিজের সম্পত্তি ও বসতবাড়ি দেখিয়ে প্রায় ১৩ লক্ষ টাকার লোন নেন দেবজিত মৈত্র৷ অভিযোগ প্রথম দিকে ওই লোনের কিস্তি শোধ করলেও পরবর্তীতে ব্যাঙ্কের শর্ত থেকে পিছিয়ে আসে শিক্ষক৷ যার পরেই শিক্ষকের বিরুদ্ধে আদালতে নির্দিষ্ট ধারায় মামলা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ আদালত থেকে একাধিকবার শিক্ষকের বাড়িতে নোটিস গেলেও কোনও সুরাহা হয়নি ৷ যার পরেই ব্যাঙ্কের রায়ে এদিন বাড়ির দখল নেয় কর্তৃপক্ষ৷ এলাহাবাদ ব্যাঙ্কের চিফ ম্যানেজার এ কে গুপ্তা জানিয়েছেন, দেবজিৎ মৈত্র বালুরঘাট শাখা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন৷ কিন্তু তা পরিশোধ না করায় তাঁর ঘরবাড়ি সহ বসতবাড়ির জমির দখল নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *