ব্যয় সাপেক্ষ চিকিৎসা খরচ কমাতে হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন বালুরঘাটে

২রা জুন, বালুরঘাটঃ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চিকিৎসার খরচ কমানোর ডাক দিলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার। রবিবার শহরের মঙ্গলপুর এলাকায় ভারত সরকারের অনুমোদিত আয়ুস মন্ত্রণালয়ের অধীন প্রান্তীয় হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসার উপর জোড় দেন তিনি। রাজ্য সভাপতি অমিত সরকার এর উপস্থিতিতে ওই কেন্দ্রের উদ্বোধন হয় এইদিন। আগামীতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সাধারণ মানুষও কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা পাবেন। জনসাধারনের স্বার্থে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে, নিয়ম করে একজন চিকিৎসক স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকবেন। এদিনের অনুষ্ঠানে চিকিৎসা ব্যবস্থা করুন চিত্র তুলে ধরেন সাংসদ সুকান্ত মজুমদার আগামীতে প্রকল্পের মাধ্যমে জেলায় হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক হাসপাতাল উদ্যোগী হবেন সাংসদ বলে জানিয়েছেন। জানা গেছে 10 কিলোমিটার অন্তর অন্তর একটি করে প্রান্তীয় হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলায় এই প্রথম মন্ত্রণালয়ের স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয় উপকৃত হবেন অনেকেই। রাজ্য সভাপতি ও সরকার জানিয়েছেন সংসদের ডাকে সাড়া দিয়ে তিনি এসেছেন স্বল্প খরচে চিকিৎসা ব্যবস্থার একমাত্র পথ হোমিওপ্যাথি পদ্ধতিতে জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হবে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন এমনিতেই বেসামাল অবস্থা তারপর জেলায় ভেঙে পড়া সাধারণ মানুষের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এইদিন সাধারণ চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, আগামীতে জেলার হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ হাসপাতাল স্থাপনের বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *