তৃতীয় লিঙ্গের সেরা সুন্দরী হওয়ার দৌড়ে বালুরঘাটের নৃত্যশিল্পী রূপান্তরকামী মেয়ে অ্যানি

২রা মে, দিল্লীঃ পুরুষ হয়ে জন্মালেও মন থেকে তিনি ছিলেন নারী। তাই সমাজের সব বাধা কাটিয়ে লিঙ্গ পরিবর্তন করে বালুরঘাটের চকভৃগুর অনীক দত্ত হয়ে ওঠেন রূপান্তরকামী মেয়ে অ্যানি। ২০১৮ সালে অ্যানির সঙ্গে বিয়ে হয় জলপাইগুড়ির নয়াবস্তির বাসিন্দা সাগ্নিক চক্রবর্তীর। এখন সে জলপাইগুড়ির বৌমা অ্যানির সামনে নতুন চ্যালেঞ্জ। এই বছরের মিস ট্রান্স ইন্ডিয়া প্রতিযোগিতার শেষ বারোজনের মধ্যে স্থান করে নিয়েছেন অ্যানি। এবার তাঁর লক্ষ্য সেরা হওয়া। রবিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দিল্লিতে। তৃতীয় লিঙ্গের ভারত সুন্দরীর খেতাব জয়ী হলে অ্যানির লক্ষ্য বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরা।

২০১৪ সালে অ্যানির লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। টানা দেড় বছর বিভিন্ন অপারেশনের পর অনীক হয়ে ওঠেন অ্যানি। একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন অ্যানি। ২০১৬ সালে সাগ্নিকের সঙ্গে আলাপ হয় অ্যানির। সাগ্নিকও স্কুল শিক্ষক। দু‘বছরের প্রেমপর্বের পর বিয়ে করেন দুজনে। অ্যানি বলেন,‘বিয়ের আগেও মডেলিং করতাম। কিন্তু সংসারে মন দেওয়ার জন্য ছয়মাস মডেলিং থেকে দূরে ছিলাম। স্বামীর উৎসাহেই ফের মডেলিং শুরু করি। ট্রান্স ইন্ডিয়া প্রতিযোগিতায় শেষ ১২-তে স্থান পাওয়ায় আমি খুব খুশি। রবিবার এই প্রতিযোগিতার ফাইনাল। সবাই আশীর্বাদ করুন, যাতে সে আরও এগিয়ে যেতে পারি। ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে দেশকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই অ্যানি।’ বালুরঘাটের ভূমিকন্যার এই সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া বালুরঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *