প্রসূতিকে চিকিৎসক ও নার্স পেটে লাথি মারায় অসুস্থ সদ্যজাতের মৃত্যু, বিক্ষোভ জেলা স্বাস্থ্য ভবনে

৩০শে মে, বালুরঘাটঃ প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে চড় ও লাথি মারার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবিতে গতকালকে বালুরঘাট হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখানোর পরেই বৃহস্পতিবার মৃত হলো সেই সদ্যজাত শিশুর। তাদের অভিযোগ মহিলার পেটে হাঁটু দিয়ে চাপ দিয়ে সন্তান প্রসব করানোর চেষ্টা করেছে নার্সরা। এরপরেই পর আজ সকালে মারা যায় সদ্যজাত শিশুটি, এর প্রতিবাদে মৃত শিশুকে কোলে করে নিয়ে সিএমওএইচ অফিসে বিক্ষোগে সামিল হন মৃত শিশুটির পরিবারের লোকেরা। দক্ষিন দিনাজপুর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। পরিবারের লোকেদের অভিযোগ গতকাল থেকে ছুটি না নিয়ে হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত চিকিৎসক৷ প্রসূতি মহিলার সঙ্গে এমন ব্যবহারে অভিযুক্ত চিকিৎসককে শোকজ করেছেন হাসপাতাল সুপার তপন বিশ্বাস। পুরো ঘটনায় শোরগোল পড়েছে জেলায় ৷
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনার মুগলিশপুরের বাসিন্দা জয়দেব পালের স্ত্রী বৃষ্টি মহন্ত পাল৷ গত রবিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকেরা৷ সেই সময় হাসপাতালের চিকিৎসক সঙ্গীতা রায় রোগী দেখলেও সোমবার সকালে তাঁকে ছুটি দেওয়া হয় বলে অভিযোগ৷ এদিকে বাড়ি ফিরতেই প্রসব যন্ত্রণা অনুভব করায় মহিলাকে হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকেরা৷ তারপর থেকে যন্ত্রণায় ছটফট করলেও ঐ মহিলাকে কোনও চিকিৎসার ব্যবস্থা করেনি নার্স ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। উল্টে মহিলাকে চড় ও লাথি মারার অভিযোগ উঠেছে ডাক্তার ও নার্সের বিরুদ্ধে৷
অভিযোগ, ভোর রাতে মহিলার পেটে হাঁটু দিয়ে চাপ দিয়ে প্রসব করানোর চেষ্টা করে নার্সরা। তারপর সিজার করে মহিলার একটি পুত্র সন্তানের জন্ম হলেও আশঙ্কাজনক হয়ে অসুস্থ হয়েছে সদ্যজাত৷ পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ওই সদ্যোজাতকে এসএনসিইউতে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার সকালে সদ্যজাতের মৃত্যুর পরে প্রতিবাদে বিক্ষোভ ফেটে পাড়েন রোগীর পরিবারের সদস্যরা। বিক্ষোভ দেখানো হয় সুপার ও সিএমওএইচকে ঘিরেও ৷
মহিলার স্বামী জয়দেব পাল জানিয়েছেন, চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিসে ব্যাস্ত থাকেন। বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়ানো তাঁদের একমাত্র লক্ষ্য। আর এই গাফিলতিতেই মৃত্যু হয় তার সদ্যজাত শিশুর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *