সিসিটিভি বিকল করে বিডিও অফিস থেকে চুরে গেলো গুরুত্বপূর্ণ ফাইল

২৭শে মে, বালুরঘাটঃ সিসিটিভি বিকল করে বিডিও অফিস থেকে চুরে গেলো গুরুত্বপূর্ণ ফাইল। দিনের আলোয় কিভাবে বিডিও অফিস থেকে দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হলো তা নিয়ে অফিসে শুরু হয়েছে জোড় চাঞ্চল্য। ঘটনায় এক গ্রুপ ডি কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানাযায়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বালুরঘাট থানায়। বিডিও অফিস সুত্রে জানাযায়  বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইল সহ চুরি গিয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজপত্র। বড়সর দুর্নীতি ঢাকতেই এমন চক্রান্ত বলে মনে করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। জানাযায় নির্বাচন চলাকালীন সময়ে চলতি মাসের ২১ তারিখে বালুরঘাট বিডিও তার দপ্তরে দরকারি কাগজ সহ ফাইলপত্র রেখে কিছুক্ষনের জন্য সরকারি ট্রেনিং-এ গিয়েছিলেন। সেখান থেকে ফিরতেই তার টেবিল থেকে উধাও হয়ে যায় মিশন নির্মল বাংলার অভিযোগ পত্র সহ ফাইল। বিডিও দপ্তরে ফিরতেই বিষয়টি লক্ষ্য করে সিসিটিভি ফুটেল সনাক্ত করেন। দপ্তর জুড়ে লাগানো প্রায় ১৪টি সিসিটিভি ভিডিও দেখতেই সামনে আসে ধাপে ধাপে বেশ কিছু ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিলো। আর সেই ফাঁকেই হাপিস করা হয়েছে নির্মল বাংলার ফাইল। বিডিও অনুজ শিকদার আমাদের জানিয়েছেন মিশন নির্মল বাংলা নামে ফাইল থাকলেও তার  ভেতরে অন্য কাগজ রাখা হয়েছিল। সেই ফাইলটি উধাও করা হয়েছে। একি সাথে বেশকিছু অভিযোগ পত্র সরানো হয়েছে টেবিল থেকে। ঘটনায় শোকজ করা হয়েছে দায়িত্বে থাকা এক গ্রুপ ডি কর্মী সুরেশ বর্মণ। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বালুরঘাট থানায়। সোমবার বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত বিডিও অফিসে পৌছে ঘটনার তদন্ত শুরু করেন। বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু জনিয়েছেন বিডিওকে বিপাকে ফেলতে এমন কান্ড পাকানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *