লোকসভার ফলাফল ঘোষনার সাথে সাথে রাজ্যের বিভিন্ন জেলার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও তৃণমূলের কার্যালয় দখল

২৬শে মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ লোকসভা ভোটের ফলাফল ঘোষনার সাথে সাথে রাজ্যের বিভিন্ন জেলায় তৃনমুলের কার্যালয় দখল আজ ও অব্যাহত। এই নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে উঠে আসছে। দক্ষিন দিনাজপুর জেলাতেও সেই একি ঘটনার বহিঃপ্রকাশ ঘটে, চলে তৃণমূলের কার্যালয় দখলের রাজনীতি। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। এই দিন সকালে এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন। এবং গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়। এই ঘটনায় বিক্ষোভ দেখা দেয় এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ এলেও কিছু করে উঠতে পারেনি বলে এখনও পর্যন্ত জানা গেছে। উল্লেখ্য এবারের লোকসভা আসনে গঙ্গারামপুরের পঞ্চায়েত ও পুরসভায় বিজেপি সব ক’টিতে ব্যাপক লিড নেওয়ার পরে এই এলাকায় বিজেপি শক্তিশালী হয়ে ওঠে। একি অবস্থা হয় তপন ও বালুরঘাটে। ফলে তৃনমুল প্রার্থী ইটাহার, কুশমন্ডি, হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভাতে লিড পেলেও হেরে যান তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এর পরেই গতকাল এই বিপর্যয়ের জন্য দলনেত্রী জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেন, সেই স্থানে অানা হয় অর্পিতা ঘোষকে। বিপ্লব বাবুর ভাই গংগারামপুর পুরসভার চেয়ারম্যান। গতকাল মুকুল ঘনিষ্ট বিপ্লব মিত্রকে দলের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে জেলা জুড়ে তার অন্য দলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে গুঞ্জন শুরু হয়েছে। আজ তার শহরে তৃণমূলের পার্টি অফিস দখল করে বিজেপি অফিস বানানো সেই ঘটনার ইঙ্গিত কিনা সে নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোড় চর্চা। যদিও প্রাক্তন জেলা সভাপতি কারো ফোন না ধরায় তার কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি কলকাতাতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *